প্রেমহীন ভালোবাসা দীর্ঘ সংগ্রামে রাত্রি জাগরণ শেষে সুখের আশ্বাসে;
হৃদয়ে প্রেম নেই শুধু ভালোবাসা ক্লান্ত আঁখি খুঁজে আরও সুখের প্রদীপ;
ক্ষনিকের জ্বালা দ্বীপ।
আমি চাই না নিষ্ঠুর এ প্রেমহীন দীর্ঘ রজনী –
চাই না এই আলোর ঝিলিক চোখ বাঁধানো স্বচ্ছ স্রোতস্বিনী।
শুধু অবগহনের জল চাই।
ছোট্ট প্রহরে লোম ক-পে ছেয়ে যাওয়া এটুকুই চাই- শুধু সুখকে যেচে;
নিভু নিভু হোক ছোট্ট প্রেমের প্রদীপ, হোক না কয়েক পলকে কিছু সময়;
তবুও প্রেম থাকুক বেঁচে।।
যেন বিফল স্বপ্ন আশা
এ প্রেমহীন ভালোবাসা।