স্টাফ রিপোর্টার ঃ পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা। এ-সময় জব্দ করা হয়েছে ২টি বালু বোঝাই বাল্কহেড। যার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।
সোমবার ৯ই সেপ্টেম্বর সকালে পদ্মানদীর বারারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযানে অংশ নেয় মুরাদ হোসেন,সহকারী কমিশনার ভুমি পাবনা সদর, সাইদুর রহমান,ওসি নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সহ নৌপুলিশের একটি চৌকস টিম।
এসময় আটককৃত ৭জনের প্রত্যেকে ১ মাসে করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।