রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাকরি জাতীয় করনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যের বিরুদ্ধে চাকরি জাতীয় করনের এক দফা এক দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।
রবিবার ২৫ আগস্ট সকাল ১০টায় নগরীর সিএন্ডবি মোড় এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে আনসার সদস্যগণ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ রোড থেকে সিএন্ডবি মোড়ে গিয়ে জমায়েত হয়। সেখানে আনসার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা বলেন তাদের নিয়োগের সময় কখনই বলা হয়না যে তাদের চুক্তিতে কাজ করানো হবে। অথচ একই বাহিনীতে আনসার ব্যাটালিয়নদের এমন বৈষম্যের বাইরে রাখা হয়েছে। তাদের বেতন ভাতা, রেশন সবই রাষ্ট্রিয় কোষাগার থেকে হয়ে থাকে। এ দাবিতে চাকরি জাতীয় করনের এক দফায় তারা রাস্তায় নেমেছে বলে জানান। যতোদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততোদিন তারা কাজে ফিরবেন না বলেও হুশিয়ারি দেন। এসময় তাদের বিক্ষোভ মিছিলটি সাহেব বাজরের দিকে যেতে চাইলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সিএন্ডবি মোড়েই কর্মসূচী শেষ করতে বলেন।