রাজবাড়ীর বরাটে প্রীতি ফুটবল ম্যাচ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ স্লোগানে রাজবাড়ী সদরের বরাটে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বরাট একতা ক্লাবের আয়োজনে রাজবাড়ীর সদর বরাট একতা ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী এবং ‘বরাট একতা ক্লাব একে অপরের মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ের খেলায় বরাট একতা ক্লাব ৩-২ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমীকে পরাজিত করে।
প্রীতি ফুটবল ম্যাচে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. আলমগীর হোসেন, কোচ, আরিফ হোসেন নারু, বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রাজন সরদার, সদস্য আব্দুল্লাহ শাহিন, মো. শিপন প্রমুখসহ অন্যান্য সদস্যবৃন্দ।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, খেলার মান উন্নয়ন ও খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলায় অভিজ্ঞতা বাড়াতেই প্রীতি ম্যাচে অংশগ্রহণ।