রাজনীতির খেলায় আওয়ামীলীগ কে কেউ হারাতে পারেনি : ওবায়দুল কাদের
নয়া কণ্ঠ ডেস্ক
২৮ জুলাই আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ও সেচ্চাসেবক লীগ এর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি বি এন পির মির্জা ফখরুল কে উদ্দেশ্য করে বলেন, মির্জা ফখরুল তারেক জিয়ার ধমক খেয়ে স্টেজ ভেঙ্গে পরে যায়, এখন তার অবস্থা বড়’ই খারাপ, তিনি এখন কি থেকে কি করবে ভেবেই কুল পায় না।
নেতায় লন্ডন থেকে ফরমায়েশ জারি করে আর মির্জা ফখরুলেরা লাফালাফি করে ।
আওয়ামীলীগ রাজনীতির খেলায় চ্যাম্পিয়নস বলে সেতু মন্ত্রী বলেন, আওয়ামীলীগ কে হারানো অত সহজ না ।
আওয়ামীলীগ এদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, ‘আওয়ামীলীগ এর সাথে দেশের জনগণ আছে।
আওয়ামীলীগ স্বাধীনতা নেতৃত্বদানকারী দল, এদেশের মানুষ আওয়ামীলীগ কে ভালোবাসে, তাই আওয়ামীলীগ কে দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা।
তিনি আরো বলেন, বিএনপির আমির খসরু নাকি বলে, ‘শেখ হাসিনাকে নাকি গণভবন ছেড়ে চলে যেতে হবে, তিনি একথার প্রতি উত্তরে বলেন, শেখ হাসিনা গণভবন ছেড়ে চলে যাবে গণভবন কি তোমার বাবার? এমন প্রশ্ন ছুড়ে দেয় বিএনপি নেতা আমির খসরুর দিকে।
বি এন পির ভূয়া দাবি তত্ত্বাবধায়ক, ও ভূয়া এক দফার সমালোচনা করে সেতু মন্ত্রী বলেন, তাদের ভূয়া ততত্ত্বাবধায়ক এর দাবি আর ভূয়া এক দফা এখন নয়া পল্টনের কাদা পানিতে আটকে গেছে। তাদের এই মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।
শেখ হাসিনাকে নিয়ে বি এন পির করা মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা ততদিন থাকবে।