নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
সোমবার( ২৪ জুলাই) সকালে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫৮), সহ ৪ জনের মৃত্যু হয়।
জানা গেছে, ফতুল্লার বিসিকে ফকির এপারেলসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে হঠাৎ করেই চালক জাহাঙ্গীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময়ে ফায়ার সার্ভিসের গাড়িটি তার সামনে থাকা তিনটি অটো রিকশা ও প্রাইভেটকার সহ আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান গণমাধ্যমে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সালাউদ্দিন সাবু নামের একজন মারা যান। সে গাড়ির চাকায় আটকে থাকেন। গাড়ি কেটে তাকে উদ্ধার করা হয়।