বালিয়াকান্দিতে শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় ঝড়েপরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দানের লক্ষে উপজেলার ৭০ টি কেন্দ্রের ৭০ জন শিক্ষকের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকাল ১১ টায় রাজবাড়ীর সজ্জনকান্দা দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) অফিস প্রাঙ্গণে দারিদ্র মোচন প্রচেষ্টা সংস্থার আয়োজনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় জেলা উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরো, রাজবাড়ী।
মাসিক সমন্বয় সভায় দারিদ্র মোচন প্রচেষ্টা বালিয়াকান্দি অফিসের ম্যানেজার মো. আজমল হোসেনের সঞ্চালনায় রাজবাড়ী সদর উপজেলা অফিসের ম্যানেজার মো. সেলিম আহম্মেদ-এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারিদ্র মোচন প্রচেষ্টা সংস্থার চেয়ারম্যান এবিএম রোকুনুজ্জামান, উপদেষ্টা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার, রাজবাড়ী জেলা ম্যানেজার মো. জাকারিয়া ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সুপারভাইজার সুমন দাস, হুমায়ুন কবির, শহিদুল ইসলাম আক্কাচ প্রমুখ।
এসময় অতিথিরা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনারা যেসকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন তারা অন্য শিক্ষার্থীদের থেকে ভিন্ন। এদের ভালোভাবে কাউন্সিলিং করে স্কুলমুখী করায় আপনাদের কাজ। আশাকরি আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।