বাজারের জমি মাপা কে কেন্দ্র করে গ্রাম পুলিশের উপরে অতর্কিত হামলা
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা
বালিয়াকান্দি সদর ইউনিয়নে বকচর স্লুইসগেট বাজারের ঘরের জমি মাপা কে কেন্দ্র করে গ্রাম পুলিশ হাফিজুর রহমান খানের উপর অতর্কিত হামলা ও
একই এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগমকে প্রহার করেন স্লুইসগেট বাজারের ব্যবসায়ী বাদশা মোল্লা ও তার ভাইয়েরা।
জঙ্গল ইউনিয়নের দুনাইখালী গ্রামের মৃত আব্দুল
কাদের মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডলের জমি মাপা কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক মন্ডল ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করে বাদশা মন্ডলের নামে। লিখিত অভিযোগে বাদশা মন্ডলের ব্যবসায়ী দোকানের পাশে আব্দুর রাজ্জাক মন্ডলের জমি থাকায় সেই জমির আইলের মধ্যে বাদশা মন্ডল জোড়পূর্বকভাবে কিছু জায়গা দখলে নিলে আব্দুর রাজ্জাক বাদশা মন্ডল কে তা অবহিত করে এবং জমি মেপে আইল ঠিক করার কথা বলে। এতে বাদশা মন্ডল কোনো কর্ণপাত না করে আব্দুর রাজ্জাক কে মারার হুমকি দেয়।
পরে বিষয়টি মিমাংসার জন্য আব্দুর রাজ্জাক বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কে জানাই।
ইউনিয়ন পরিষদ থেকে জমি মাপার জন্য রাজ্জাক মন্ডল এবং বাদশা মোল্লা উভয়কেই নোটিশ দেয়।
ইউনিয়ন পরিষদের একাধিক নোটিশ পাওয়ার পরও নোটিশের কোনো তোয়াক্কা না করে বাদশা মোল্লা জোড়পূর্বক জমি দখলে রাখে।’
পরবর্তিতে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে দুই পক্ষকে জমি মেপে বুঝে দেওয়ার জন্য সরকারি আমিন এবং গ্রাম পুলিশ পাঠায় জমিতে।
এদিকে বাদশা মোল্লা সরকারী আমিন ও গ্রাম পুলিশ কে দেখে তাদের উপর চড়াও হয় এবং গ্রাম পুলিশ হাফিজুর রহমান খান কে মারধর করেন ও তার গায়ে থাকা পোশাকটি বাদশা মোল্লা নিজ হাতে ছিঁড়ে ফেলেন।
এ সময় এলাকাবাসী আরো জানান, শুধু এ ঘটনায় নয়, বাদশা মোল্লা সহ তাদের ভাইয়েরা মিলে সময় অসময়ে যেকোনো মানুষের সঙ্গে বিনা কারণে মারামারি হানাহানি করে। এর একটা সঠিক বিচার হওয়া দরকার।
এলাকাবাসী আরো জানান আমাদের মেম্বার রাজুর
নামে বাদশা মোল্লা মাঝে মধ্যেই মিথ্যা অপবাদ দিয়ে মামলা দেয়।বাদশা মোল্লা এবং তার ভাই সোয়াইব হুজুর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রাম পুলিশের উপর বিনা কারণে হামলা এবং একজন জনপ্রতিনিধির (মেম্বার) নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় এর সঠিক বিচার দাবি করি।
এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম জানান, আমি আমার পরিষদ থেকে গ্রাম পুলিশ পাঠিয়েছি দুপক্ষের মাঝে জমি মেপে বুঝে দেওয়ার জন্য।সেখানে গ্রাম পুলিশের উপরে কেন কি কারনে বাদশা মোল্লা ও তার ভাইয়েরা হামলা চালাবে।
বাদশা মোল্লা ও তার ভাইদের নামে গ্রাম পুলিশের উপর হামলা করার অপরাধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটা মামলা দায়ের করা হয়েছে বলে জানান বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস।
১৪-৭ ২০২৩ তারিখে বলিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন ও ইউএনও রফিকুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ করেন বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাফিজুর রহমান খান।