নওগাঁর ধামইরহাটে নতুন ওসি বাহাউদ্দিন ফারুকীর যোগদানে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি
নওগার ধামইরহাট থানার নবাগত ওসি মোঃ বাহাউদ্দিন ফারুকী (বিপিএম পিপিএম বার) এর যোগদানে এলাকার মানুষের মাঝে সন্তুষ্ট বিরাজ করছে।
বুধবার (১৮জুলাই) ধামইরহাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহাউদ্দিন ফারুকী (বিপিএম পিপিএম বার) যোগদান করেছেন।
এর আগে তিনি পুলিশের সিআইডি বিভাগে ছিলেন।
সিআইডিতে থাকাকালীন তিনি সু-নামের সহিত কাজ করায় সরকার তাকে পোস্টিং দিয়ে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ করে নিয়োগ দিয়ে পাঠান।
নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানাই।
ইতিমধ্যে ধামইরহাট বাসী নতুন ওসির খবর শুনে আনন্দ প্রকাশ করেছে ।
এলাকাবাসী জানান, আমরা জানতে পেরেছি স্যার একজন ভালো মানুষ। তিনি সরকারের গোয়েন্দা বিভাগে সু-নামের সহিত কাজ করেছে।
এলাকাবাসী আরো জানান, সিআইডিতে থাকাকালীন স্যার একজন সৎ অফিসার ছিলেন, যা ইতিমধ্যে এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পরেছে।
এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, স্যার আমাদের থানায় আসাতে আমাদের এই এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক সহ সব ধরনের অপরাধ দূর হবে। আমরা স্যারের মঙ্গল কামনা করি।