ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করলেন উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মমতাজ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামীলীগ সভানেত্রীর কার্য্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম পির সাথে সাক্ষাৎ করেন নেত্রকোণা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী ।
জানা যায়, সম্প্রতি নেত্রকোনা ৪ আসনের সাংসদ রেবেকা মমিনের মৃত্যুর পর আসনটি শুন্য হওয়াতে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করেন। এবং ২রা সেপ্টেম্বর ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে ।
এসময় আরো জানা যায়, বিগত তিন টার্ম ধরে মমতাজ চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়ে ও নৌকার জন্য জীবনবাজি রেখে কাজ করে আসছেন ।
২০০৮ সালের নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী লুৎফুজ্জামান বাবরের ছকমত ভোট কারচুপিতে বাধা দিয়ে বিরাগভাজন হন ও আংশিক ফল প্রকাশের পর বিএনপির নেতা কর্মীদের দ্বারা আকস্মিক আক্রমনের শিকার হন মমতাজ চৌধুরী ।
মমতাজ চৌধুরী জানান, বি এন পি নেতা লুৎফুজ্জামান বাবরের আমলে তার ছোট ভাই মনোয়ার চৌধুরী মিথ্যা মামলার শিকার হন ও শেষ অবদি দেশত্যাগে বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যে পারি জমান।
মমতাজ চৌধুরী দেশের বিভিন্ন দুর্যোগ ও দলের দুঃসময়ে পাশে থেকে কাজ করার বিভিন্ন নজির স্থাপন করেছেন। ১৯৯৮ সালের বন্যার্তদের সাহায্যে ততকালিন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক অনুদান দেন।’ ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান সহ ১/১১ দুঃসময়ে শেখ হাসিনা কারা অন্তরীন থাকা অবস্থায় শেখ হাসিনার মামলা পরিচালনার জন্য তৎকালীন আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাতে আর্থিক অনুদান তুলে দেন।’
মমতাজ চৌধুরী দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বরাবর এসব কথা ও চিত্রসহ তুলে ধরেন বলে জানান।
প্রবাসে সৌদি আওয়ামী লীগ সংগঠিত করার ব্যাপারে তার ভুমিকা সম্পর্কে দলের সভানেত্রী সম্যক অবহিত এমন কথা উচ্চারণ করে মমতাজ চৌধুরী জানান , আমরা দিতে জানি তবে এবার দল থেকে কিছু পেতে চাই যদি নেত্রী সদয় হন ।
সার্বিক বিবেচনায় মমতাজ চৈাধুরী প্রার্থী হিসেবে ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে । তাছাড়া প্রয়াত জাতীয় নেতা আব্দুল মমিনের নীতি নৈতিকতার মানদন্ডে মমতাজ চৌধুরী যোগ্য ব্যক্তি হিসেবে স্থলাভিষিক্ত হতে পারেন বলে এলাকার উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক ভুমিকা রাখতে পারবে বলে বিজ্ঞ মহলের অভিমত ।
এলাকার জনমত জরীপে মমতাজ চৌধুরী এগিয়ে আঁছেন বলে বিভিন্ন সুত্রমতে জানা যায়।
প্রবাসী এক নেতা নয়া কণ্ঠ কে জানান,ইতিমধ্যে প্রবাসী নেতাদের সংগঠন জেদ্দাস্থ সৌদিআরব এর আওয়ামী ১০ সংগঠনের নেতারা মমতাজ হোসেন চৌধুরী কে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী সেখ হাসিনা বরাবর একটি সুপারিশমালা পাঠিয়ে অনুরোধ জানিয়েছেন।