কিশোর গ্যাং এর উৎপাতে সাধারণ মানুষ আতংকিত
মো: মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা, নবীনগর, একতা, তুরাগ হাউজিং এ উৎপাত বেরেছে কিশোর গ্যাং এর। তারা প্রতিনিয়ত সাধারণ মানুষদের হয়রানি করছে। দিন-রাত তারা পালাক্রমে বিভিন্ন এলাকায় অপতৎপরতা চালায়।
চুরি,ছিনতাই,মারা-মারি, কাটা-কাটি, মাদক সেবন, মাদক ব্যাবসা ইত্যাদি করে বেরায় কথিত কিশোর গ্যাং এর সদস্যরা। প্রথমে তারা কিছু লোকদের টার্গেট করে তাদের কাছে সাথে থাকা যা কিছু আছে তা দিতে বলে যদি কেও তা দিতে অস্বীকার করে তা হলে তাকে মারধর করে অথবা ভয়ভীতি দেখিয়ে সব কেরে নেয়।
এভাবেই তারা তাদের ছিনতাই এর কার্যক্রম চালায়। তাদের কাজে যদি কেও বাধা দেয় বা কিছু বলে তা হলে তাদের ও প্রাণনাশের হুমকি দেয়। সেই ভয়ে কেও কখনোই কিছু বলে না এবং বাধাও দেয় না। বেশ কিছু দিন ধরেই ঢাকা উদ্যানে এই কিশোর গ্যাং এর সদস্যরা একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। চন্দ্রিমা হাউজিং এ দিনের বেলায় ও সাধারণ মানুষ শান্তিতে চলাচল করতে পারছে না,, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সব কিছু নিয়ে পালিয়ে যায় তারা।
এ সব এলাকার বাসিন্দাদের কাছে কিশোর গ্যাং এর ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলেন; আমরা সবাই ভয়ে ভয়ে থাকি, রাস্তা ঘাটে চলাফেরা করতে গেলে খুব ভয় কাজ করে। চারিদিকে যে পরিমান উৎপাত বেরেছে কখন যে কি করে ফেলে তা বুঝা বড় দায়। এই ছিনতাই, এই মারা-মারি, কাটা-কাটি, খুন, মাদক সেবন, মাদক ব্যাবসা ইত্যাদি সব কিছুর সাথেই জড়িত এই কিশোর গ্যাং এর সদস্যরা। কারো হাত কেটে নেয় আবার কাওকে কুপিয়ে জখম করে আবার নম্র ভদ্র ছেলেদের কাছ থেকে ভয় দেখিয়ে বা মারধর করে সাথে যা পায় সব নিয়ে নেয়।
মেয়েরা স্কুল,কলেজ, ভার্সিটিতে যেতে অনেক ইভটিজিং এর শিকার হয়। আমরা সাধারণ মানুষ এলাকায় থাকা খুবই ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে । আমরা চাই একটু শান্তিতে বসবাস করতে। এই কিশোর গ্যাং এর হাত থেকে বাঁচতে,, আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি তারা যাতে এদের ব্যাপারে খুব দ্রুত ব্যাবস্থা গ্রহণ করেন এবং আমাদের এলাকা গুলো নির্ভয়ে বসবাস ও চলাচলের উপযোগী করে দেয়।