বাংলাদেশও একদিন চাঁদে যাওয়ার সক্ষমতা অর্জন করবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৯ জুলাই) নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪’ -এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আগামী দিনে বাংলাদেশ থেকেও চাঁদে মানুষ পাঠাবে এমন কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের গৃহীত নানা পদক্ষেপ এর বিষয়ে তিনি আরও বলেন, আমরা অনেকগুলো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। কারণ আগামীতে বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে, সেজন্য দক্ষ জনশক্তি গড়ে তুলার বিকল্প নেই।
স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই।এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ, এর জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। আমাদের স্মার্ট পপুলেশন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট জনশক্তি ও স্মার্ট সোসাইটি হবে। এ লক্ষে আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
দেশের উন্নয়নে সামগ্রিক অবস্থা ও ভূ-রাজনৈতিক বিষয় বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণের কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ’৭৫-পরবর্তী সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয় দাবি করে শেখ হাসিনা বলেন, সামরিক শাসকরা ভালো কথা বলে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে তারা দেশের মানুষের কোনো উপকার করতে পারে না। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গবেষণার ওপর বেশি জোর দেয়া হয়েছে। শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
আওয়ামী লীগ সরকার পিএইচডির জন্য যেসব বরাদ্দ দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় বলেও জানান তিনি।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মানুষ নৌকায় ভোট দেবে এমন ধারণা থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া। যে কটা কাজ ছিল গণমুখী–২০০১ সালে ক্ষমতায় এসে সবই বন্ধ করে দেয় বিএনপি-জামায়াত জোট সরকার।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের এই সামগ্রীক উন্নয়ন অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না, বাংলাদেশ তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে এবং এভাবেই এগিয়ে যাবে ইনশাল্লাহ ।