1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

ময়লা পানিতে নেমে প্রমাণ করলেন শামীম ওসমান – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পঠিত

ময়লা পানিতে নেমে প্রমাণ করলেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

শুধু ঘোষনা নয় বাস্তবে দেখিয়ে দিলেন নারায়ণগঞ্জে ডিএনডি’র জলাবদ্ধতার ময়লা পানিতে নেমে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।


শুক্রবার (০৭ জুলাই) বিকেলে সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকায় গিয়ে হাঁটু সমান পানিতে নামেন তিনি। এসময় হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন শামীম ওসমান।

পরে স্থানীয়দের নিয়ে এক সভায় নিজ উদ্যোগে কয়েকটি স্যালো পাম্প বসিয়ে পানি নিষ্কাশন করে আগামী তিনদিনের মধ্যে ওই এলাকার জলাবদ্ধতা দূর করার আশ্বাস দেন।
সংসদ সদস্য শামীম ওসমান জানান, আগামীকাল (০৮ জুলাই) থেকেই পাম্পগুলো স্থাপন করে পানি নিষ্কাশনের কাজ শুরু হবে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিনএনডি’র উন্নয়ন প্রকল্পের আওতায় যেভাবে কাজ এগিয়ে চলছে, আগামী বছর থেকে আর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে কয়েকদিনের টানা বৃষ্টিতে ডিএনডি’র অভ্যন্তরে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন নিম্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েন কয়েক লাখ মানুষ। পরে গত ২ জুলাই সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশন পরিদর্শন করে জলাবদ্ধতার পানি দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তা না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট পালন করার ঘোষণা দেন সংসদ সদস্য শামীম ওসমান। এর পরদিন থেকেই পানি নিষ্কাশনের কাজের গতি কয়েক গুণ বেড়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD