আজ “সোনালী অতীত খেলোয়াড় প্রীতি ফুটবল ম্যাচ-২৩ অনুষ্ঠিত হবে
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও সোনালী স্মৃতি ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ৭ জুলাই বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে আজ বিকেল ৪ ঘটিকায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচটির বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল সংগঠন ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী’।
প্রীতি ম্যাচটিতে দেশের জনপ্রিয় দুদল মোহামেডান সমর্থক গোয়ালন্দ ও আবাহনী সমর্থক গোয়ালন্দ একে অপরের মুখোমুখি হবে। দল দুটিতে বেশির খেলোয়াড়ের বয়স ৩৫ বছরের উর্ধ্বে। এক কথায় বলা যায় খেলাটিতে সোনালী অতীতের অনেক খেলোয়াড়ের মিলনমেলাও বটে।
প্রীতি ম্যাচটিতে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির চেয়ারম্যান চট্টগ্রাম জেলার সাবেক ফুটবলার সালাহউদ্দিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলায় যুব সমাজকে মাঠমুখী করতে এবং সাবেক খেলোয়াড়দের একটা মিলনমেলা করতেই আমার এমন উদ্যোগ। সুদূর চট্টগ্রাম জেলা হতে সাবেক ৩ জন ফুটবলার এ খেলায় অংশ নেবেন। প্রীতি ম্যাচটিতে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের খবর।