রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের বসার চেয়ারগুলো মেরামত ও পরিস্কারের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর
________রাজশাহী ব্যুরো
রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের বসার জন্য এই চেয়ারগুলো স্থাপন করা হয় পাঁচ বছর আগে , অথচ চেয়ার গুলোর কভার কোন দিনই পরিষ্কার করা হয়নি। চেয়ারগুলোতে তেলচিটে ময়লা ও আবর্জনার কারণে অধিকাংশ যাত্রীর রুচিতে বাধে। ময়লার স্তুপ পড়ে যাওয়ায় চেয়ার গুলোর রং পরিবর্তন হয়ে গেছে। এসব চেয়ারে বসলে নানা ধরনের চর্মরোগ হবার আশঙ্কা রয়েছে। কেবল ময়লা আবর্জনার কারণেই নয় চেয়ার গুলোর মধ্যে অনেকগুলো নড়বড়ে ও যান্ত্রিক ত্রুটির কারণেও ব্যবহার অনপযোগী। এসব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকলেও তা সঠিক খাতে কাজে লাগছে না।’ বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব ব্যবহার অনপযোগী চেয়ার গুলোর নেই কোনো সঠিক পরিচর্যা,। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতায় পড়ে আছে অব্যহৃত অবস্থায়। যাত্রীরা বসতে না পারায় অনেকেই আক্ষেপের সুরে বলেন, সরকার এগুলো বানিয়ে রেখেছে অথচ আমরা বসতে পারিনা।