ইবিতে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ইফতার মাহফিল
তারিকুল ইসলাম,ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বিভাগের সভাপতি জনাব সাহিদা আখতার, উপ-রেজিস্ট্রার এনামুল হকসহ বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে পবিত্র মাহে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদের পেশ ইমান মোহাম্মদ মনিজ্জামান। আলোচনা শেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।