পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজনা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ
সুজল খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
রবিবার (২৫ জুন ২০২৩ইং) সকাল ১০ টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ৮নং গাজনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিনামূল্যে বিতরন করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গাজনা ইউপি’র ৯ টি ওয়ার্ডের মধ্যে ৩২৩টি অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়ার উপস্থিতিতে চাল বিতরণের উদ্বোধন করেন ট্যাগ অফিসার মোঃ রাশেদুল ইসলাম
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব অনন্ত কুমার বিশ্বাস, উদ্যোক্তা অমিত কুমার জোয়াদ্দার,ইউপি সদস্য আঃ আলীম মোল্যা,মোঃ খবির উদ্দিন মোল্যা,অলেমান বিশ্বাস,মোঃ নজরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মুন্নু,মোঃ হামিদুর রহমান,মোঃ আদর আলী,আবু বক্কর শেখ,মোঃ নূর হোসেন ফকির।সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রাবেয়া বেগম, মোছাঃ তমা খাতুন,রুমা চন্দসহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।