ঘাটাইল মাকেশ্বর ও চেংটা ঝিনাই নদীর খাল খনন কাজ উদ্বোধন।
মো:ফারুক আহমেদ ঘাটাইল ( টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন এর মাকেশ্বর চেংটা থেকে খাল খনন কাজ শুরু হয়
আজ ১৩এপ্রিল রবিবার সকাল ৯টায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এ কাজের উদ্বোধন করেন ।
খালটির গভীরতা ৩০ ফিট, প্রশস্ত ৪০ ফিট, হাইড ১০ ফিট, লম্বায় প্রায় ৩ কিলোমিটার।
এই খাল টি মাকেশ্বর চেংটা থেকে লোকের পাড়া ইউনিয়ন এর জোলাপাড়া পর্যন্ত কাজ চলমান হবে ।ঘাটাইল উপজেলা প্রশাসন এর অর্থায়নে কৃষকদের ফসলের মাঠ পানি প্রবাহের যুগান্তকারী প্রদক্ষেপ ।এই খাল খনন হবে দেখে উৎসুক জনগণের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যায় । উপস্থিত মাকেশ্বর চেংটা এলাকার লোকজন এ কাজের ভূয়সী প্রশংসা করে এবং ঘাটাইল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় ।