মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি)পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার:
সাভার উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আবু বক্কর সরকার ও সহকারী কমিশনার(ভুমি)জহিরুল আলম। বৃহস্পতিবার(১০ই এপ্রিল ২০২৫ইং)সকাল ১০ ঘটিকার দিকে সাভার উপজেলাধীন সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করেন।এছাড়াও সাভার উচ্চ বালিকা বিদ্যালয়,রেডিও কলোনি উচ্চ বিদ্যালয়ের ,শুকুরজান-জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়,অগ্রহনী বিদ্যালয়,কেন্দ্রগুলো পরিদর্শক করেন।এসময় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুবক্কর সরকার উপস্থিত সাংবাদিকদের বলেন,যেকোনো মূল্যে স্বচ্ছতার সাথে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল রকম প্রচেষ্টা অব্যাহত আছে এবং উপজেলা প্রশাসন সাভার থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।এদিকে আশুলিয়ার সহকারী কমিশনার(ভূমি)সাদিয়া আক্তার জিরাবো হাই স্কুল,রোস্টমপুর উচ্চ বিদ্যালয়, ইচারকান্দি উচ্চ বিদ্যালয়,গোমেল হাই স্কুল এবং কলেজ,
দোশাইদ অ্যাডনিয়া কুমার স্কুল ও কলেজ,নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়,সামাজিক সংস্কার উচ্চ বিদ্যালয়ের সোসাইটি পরিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।এসময় পরিক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদদের বলেন।স্বচ্ছতার মাধ্যমিক স্কুল সার্টিফিক(এসএসসি)শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য সকল রকম প্রচেষ্টা অব্যাহত আছে এবং উপজেলা প্রশাসন সাভার থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।