সরিষাবাড়ীতে ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের ঐতিহ্যবাহী কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কাবারিয়াবাড়ী খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য মোঃ লাবির তালুকদার লিটন,
কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,আওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা আশরাফ।
অনুষ্ঠানে কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী
শিক্ষক জোয়াহের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবুল হোসেন,আওনা ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন,সহ-সভাপতি আব্দুল খালেক,আওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, যুব উন্নয়ন সংস্থার সকল সদস্য ও এলাকাবাসী।