1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
চার দশকের গৌরবময় যাত্রা উদযাপন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) রাজশাহী ইউনিটের ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫। দিনভর নানা আয়োজন, স্মৃতিচারণ ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশন ছিল এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেক কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সকাল ১১টায় ঊষা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত শুভেচ্ছা স্মারক ‘স্মৃতিমঞ্চ ২৪’-এর মোড়ক উন্মোচন করা হয়। অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এরপর ঊষার সাবেক সদস্যরা এক আবেগঘন পরিবেশে তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুস সামাদ, ঊষার উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. বোরাক আলী, ফোকলোর বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, অমলেন্দু পাল সাধন, রাশেদ সাত্তার তরু, ফরিদ আহম্মদ এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের চীফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার সহায়তা দিতে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞরা কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আলোচনায় অংশ নেন সরকারি রূপান্তরিত গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) প্রেটোবাংলার মহাব্যবস্থাপক ফরিদ আহম্মদ, জেস টায়ার এন্ড টিউবের ন্যাশনাল সেলস্ ম্যানেজার এম এ বারী বাবলু এবং নাজকন বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা নাজমুল হাসান স্বপন।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল ক্রিয়া-বিনোদন ও অগ্নিবীণা শিল্পিগোষ্টীর কর্তৃক জমজমাট কাওয়ালি সন্ধ্যা ও মঞ্চ নাটক।

অনের আহ্বায়ক আব্দুস সামাদ’র নেতৃত্বে গঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঊষা ট্রাস্ট। এই অর্থ দিয়ে কালীগঞ্জের রাবিয়ান অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত একটা সামাজিক সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে কালীগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঊষার এই ৪০ বছরের মিলনমেলা প্রমাণ করেছে যে প্রজন্ম বদলালেও উষার বন্ধন চির অটুট। বর্তমান ও সাবেক সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক অনন্য উৎসবে পরিণত হয়। স্মৃতিচারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আনন্দঘন মুহূর্তগুলো উষার এই ঐতিহাসিক রিইউনিয়নকে স্মরণীয় করে তুলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD