1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মেষ্টা ৪নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনিষ্ঠিত আনেহলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলার দৌলতখানে বাজার মনিটরিং, ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড করলো- ভোক্তা-অধিকার রাবি প্রেসক্লাবের ইফতারে এক ছাদের নিচে ছাত্রদল-শিবির-বাম ছাত্রসংগঠন রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা আশরাফুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত ধামইরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা গোয়ালন্দে ইজারাকৃত পার্কিং ইয়ার্ড হতে মোটরসাইকেল চুরি আমতলীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী বেলাল গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬ বার পঠিত

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী বেলাল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে আবু রায়হান ওরফে রাহিম (২৯) (হাক্কানী টিস্যু কোম্পানীর সেলসম্যান) কোটা বিরোধী আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সাথে মিছিল করার জন্য দুপচাঁচিয়া পৌরসভাস্থ বগুড়া-নওগাঁ মহাসড়কে আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে আনুমানিক সকাল ১১ টার সময় পৌছালে পূর্বপরিকল্পিতভাবে আসামীগন পরস্পর যোগসাজসে দুপচাঁচিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে নাশকতা সহ দাঙ্গাহাঙ্গামা, খুন, জখম করার জন্য দলবদ্ধ হয়ে হাসুয়া, লোহার রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র সহ অতর্কিত ভাবে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে।

মোঃ বেলাল হোসেন আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিম আবু রায়হান ওরফে রহিম এর ডান পায়ে পরপর কয়েকটি গুলি করলে ভিকটিম রাস্তায় পড়ে যায়।
তখন অন্যান্য আসামীগন ভিকটিমকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারীভাবে মারপিট করে এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ অন্যান্য লোকজনদেরকে এলোপাথারীভাবে মারপিট করে ঘটনাস্থল হতে চলে যায়।
পরবর্তীতে ভিকটিম আবু রায়হান ওরফে রাহিমকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আরও উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকায় রেফার্ড করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভিকটিম আবু রায়হান ওরফে রাহিম (২৯) মৃত্যুবরণ করেন।
আবু রায়হান রাহিমের মা মোছাঃ রওশন আরা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে সোমবার ২৮ অক্টোবর সাড়ে ৬ সাড়ে টায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী দুপচাঁচিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সক্রিয় কর্মী এবং দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন (৪৮) গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামি হলেন দুপচাঁচিয়া উপজেলার পিতা-মৃত ছৈমুদ্দীন পুত্র মোঃ বেলাল হোসেন গ্রাম পাইকপাড়া, থানা-দুপচাঁচিয়া, আসামীর নিকট হতে ১টি মোবাইল ও ১টি সীম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা এর নিকট হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD