আষাঢ় এলো রিমিঝিমি বৃষ্টি নিয়ে এই সকাল বেলায়
হৃদয় ছেয়ে আষাঢ় আমায় চমকে দিলো যেন দেহটা-
হঠাৎ যেন দম ফুরিয়ে আসে আমার প্রেমের খেলায়
মিষ্টি মধুর মেঘলা দিনে মন যমুনায় মগ্ন যেন এ মনটা।
যখন দেখি মেঘে ঢাকা সুরুজ আকাশে বান ডেকেছে
বৃষ্টি মধুর ঝরো হাওয়া তখন অকালে ঝরে পড়া রপ্তে –
ঠেস দেওয়া মইটা যেন ঐ চালা ঘরের পিছে ভিজেছে
আগের আষাঢ় খুঁজি আমি এই সকালে আনন্দ রাখতে।
ঐ ডেকেছে চোখ-ইশারায় মিষ্টি আষাঢ় যেন ছলছলিয়ে
মেঘলা দিনের সাথে সাথে বাদল গেছে সুখের আবাসে-
শক্ত করে আগলে ধরে হৃদয় যেন বয়ে আসে ঝলঝলিয়ে
না পাওয়ার সব গ্লানিগুলো সব মুছে গেছে যেন হরষে।
বর্ষাকালে বাড়ির পানে লেপ্টে কাদা পায়ে ভরে যখন
টিনের চালের ছিদ্র দিয়ে গড় গড়িয়ে পড়ে কত পানি-
ঐ পানিতে মনের আনন্দে যেন পায়ের কাদা ধুই তখন
হায়রে কি আনন্দ ভুলিবার তা নয়, মুছে যায় সব গ্লানি।
এখন সেই আষাঢ় আনন্দ ওরা চলে গেছে মেঘের বাড়ি
দুঃখগুলো ক্লান্তি ঠাসা মেঘ বৃষ্টি যেন সব গেলো অকাল-
নিত্য রাতের বৃষ্টিরা সব এলোমেলো নেই যেন বারাবাড়ি
ক্লান্ত চোখের কোনে, ঘুম হারা যেন #আষাঢ়ের প্রথম সকাল।।