1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জে আট ডাকাত গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন  রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া দর্শন খুন ও নারীনির্যাতন এর প্রতিবাদে মানববন্ধন ছাত্র গণঅধিকার পরিষদ কুমিল্লা দাউদকান্দি শাখা পত্নীতলায় স্বাধীনতা দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে  টাঙ্গাইল নাগরপুরে নির্বাচন অফিসের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য -ছারছীনার পীর ছাহেব

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন কে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর আহত ২০ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬২ বার পঠিত

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন কে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর আহত ২০ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এসময় কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার বিকেলে নিজবাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ সুজাউদ্দিন মৃধা।
তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করার ক্ষিপ্ত হয়ে ওঠে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে। এ কারণে রবিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রগ্রাম শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মাছপাড়া বাজারে পৌছালে উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং তার ছেলে শিশিল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে আর্তকিত হামলা চালায়। হামলায় তিনি সহ বহু নেতাকর্মী রক্তাক্ত জখম হওয়াসহ আহত হয়। তাদের হামলায় নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি করে। এসময় শিশিলের নেতৃত্বে মাছপাড়া বাজারে আমার সমর্থিত লোকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করাসহ নগদ অর্থ ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বেশকিছু বাড়িঘর ভাংচুর করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি রেলপথ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের নিকট নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা দাবী করেন। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, ঢাকা দক্ষিণ সিটির শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আজু মন্ডল, সবুর মন্ডল, মকবুল হোসেন, ছরোয়ার হোসেন, বেনজির আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে ছারোয়ার হোসেন বাদী হয়ে ৩৪জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে মাছপাড়া বাজারে আমার নেতাকর্মীদের ঠেকিয়ে বলে তোরা গালিগালাজ করলি কেন। পরে তাদের উপর হামলা চালায়। এসময় পাল্টা হামলা চালালে তারা পিছু হটে এবং দোকান ভাংচুর করে আমাদের দোষারোপ করছে। তারা পালিয়ে যাওয়ার সময় সুলতান মোড়ে ২জনকে মারধর করে। এতে তার পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD