ফাঁড়ি পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ৫টি মোবাইল সহ ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
খায়রুল বাশার, ময়মনসিংহ
এক নং ফাড়ি পুলিশ অভিযানে চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার এবং ০৫টি মোবাইল সহ ০৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । সূত্র কোতোয়ালি থানার মামলা নং -২৭ তারিখ -১০/০২/২০২৪ ইং,ধারা -৩৭১পেলাল কোড। ০১ নং পুলিশ ফাড়ির ইনচার্জ জনাব মোঃ সহিদুল ইসলাম, পিপিএম এর নেতৃত্ব এসআই (নিঃ) রুবেল নিয়া, এসআই (নিঃ) ফারুক আহমেদ, এসআই (নিঃ)সাজ্জাদ হোসেন সজীব, এএসআই (নিঃ) কামাল মিয়া,সর্ব কর্মস্হল – ০১নং পুলিশ ফাড়ি,কোতোয়ালি মডেল থানা,ময়মনসিংহ সংগীয় ফোর্স সূত্রের মামলার চোরাই যাওয়া মোটরসাইকেল সহ আসামী গ্রেফতার নিমিত্তে গাজীপুরে মেট্রোপলিটন এলাকার জয়দেবপুর থানাধীন সিঁড়ির চালা কাইয়াপাড়া এলাকা এবং ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া বাদীর চোরাই যাওয়া ০১টি মোটরসাইকেল সহ হেফাজতে থাকা আরো ০৩টি মোটরসাইকেল মোট ০৪টি চোরাই মোটরসাইকেল এবং ০৪জন আসামী গ্রেফতার করা হয়েছে। ১। মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০),পিতা শহিদুল ইসলাম (জন্মদাতা), বর্তমান পিতা মোখলেসুর রহমান, মাতা- হেলেনা বেগম, সাং-লেংড়ার মোড়, বলাশপুর বড়বাড়ী, থানা -কোতোয়ালি, জেলা ময়মনসিংহ, ২। পিয়াল হাসান(২৫), পিতা রমজান আলী, মাতা পারভিন বেগম সাং- ৪৯/ এ, বাঘমারা, থানা -কোতোয়ালি, জেলা -ময়মনসিংহ, ৩। মুছা মিয়া (৩৫),পিতা-সাঈদ মিয়া, মাতা -হনুফা বেগম,সাং-পুনিয়াউট, থানা-ব্রাহ্মণবাড়িয়া, সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। আসাদুল ইসলাম (৩০), পিতা -আজিজুল ইসলাম আজিত, মাতা- আসমা বেগম, সাং বলাশপুর (পাওয়ার হাউস রেলওয়ে কলোনী), থানা -কোতোয়ালি, জেলা -ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়।এবং তাহাদের নিকট হইতে ০৫টি মোবাইল সহ ০৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।বর্ণিত চোর চক্রের সদস্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যের সহায়তার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করিয়া ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করিয়া বিভিন্ন জেলা /থানার মোটরসাইকেল চুরি করা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করিয়া আসিতেছে জানা যায়।