নেত্রকোণায় ভারতীয় মদসহ এক মাদক কারবারি আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণায় ৫৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি দুর্গাপুর উপজেলার চরপাড়া গ্রামের মৃত হাসান আলীর পুত্র মোঃ দুলাল মিয়া (২৬)।এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেবের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (১০ ফেব্রুয়ারী) শনিবার দিবাগত রাতে দুর্গাপুর থানা পুলিশের একটি চৌকস টিম মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে। পুলিশের এসআই লিটন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১নং কুল্লাগড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মৃত হাসান আলীর পুত্র মোঃ দুলাল মিয়াকে ৫৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ আটক করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।