বালিয়াকান্দিতে ২ দিনব্যাপী সুবাস স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হিমেল ফাউন্ডেশনের উদ্যগে ২ দিনব্যাপী সুবাস স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী শুক্রবার রাতে হিমেল ফাউন্ডেশনের সভাপতি হিল্লোল কুমার বসু সুষ্ময়ের সভাপতিত্বে ২ দিনব্যাপী এ ব্যাটমিন্টন
টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নারদ কুমার বাছাড়, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অরবিন্দ কুমার বিশ্বাস, সমাধীনগড় বাজার বণিক সমিতির সভাপতি পিযুষ সরকার, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান। এসময় এলাকার গগন্যমান্যব্যাক্তি ও সুধীজজনেরা উপস্থিত ছিলেন।