শ্রীবরদীতে গোয়াল ঘরে আগুন লেগে ২ গরু ও ৮ টি ছাগল পুড়ে ছাই।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া দিলুব্যাপারী বাজার সংলগ্ন মৃত মকছেদ আলীর গোয়াল ঘরে আগুন লেগে ঘরসহ দুইটি গরু ও আটটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার ২৮ জানুয়ারি ভোর ৪টায় । এ সময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন মৃত মকছেদ আলীর স্ত্রী জামিলা বেগম এবং তার ছেলে মোঃ জামান মিয়া , ছেলের বৌ আল্পনা বেগম। এরা সবাই অন্য একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল।
হঠাৎ শব্দ পেয়ে উঠে দেখে তাদের গোয়াল ঘরে আগুন। এ সময় তাদের চিৎকারে আশেপাশে লোকজন দৌড়ে এসে দেখে গোয়াল ঘরটিতে তালা লাগানো। তাদের চিৎকার চেচামেচিতে মানুষ আসলেও, গরু ছাগল ঘর থেকে বেড় করা সম্ভব হয়নি। গরু ছাগল সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়৷
তবে এলাকার স্থানীয় লোকজনদের কাছে জানা যায়,আল্লাহর অসেস রহমতে এসময় কোন মানুষ হতাহত হয়নি, তবে প্রায় তিন লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে ।
ঘটনাস্থল পরিদর্শণ করেন ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। ক্ষতিগ্রস্তদের দাবি সরকার তাদেরকে যেন আর্থিক কিছু সহয়তা করে সুন্দর ভাবে জীবন যাপন করার সুযোগ দেন।