নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক -১
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণা মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি সাতপাই রেল কলোনি এলাকার হাশেম খাঁর পুত্র মোঃ নাজিম উদ্দিন (৩৩)।সোমবার (২২ জানুয়ারি) সন্ধায় জেলা শহরের সাতপাই কেডিসি গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ স্যারের দিক নির্দেশনায়, মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ চেকপোষ্ট পরিচালনা কালে এস আই খন্দকার আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ২২ জানুয়ারি রাত সাড়ে সাতটায় উত্তর সাতপাই এলাকায় শাকিল মিয়ার মোদি দোকানের পাশে কেডিসি গেটের সামনে পাঁকা রাস্তার উপর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট করাকালীন সময় তার কাছে থাকা বাজারের বেগ থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামী সাতপাই রেল কলোনি এলাকার হাশেম খাঁর পুত্র মোঃ নাজিম উদ্দিন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।