বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার বিকেলে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তেঁতুলতলা বাজার মাঠে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘নতুন এমপি সাহেব ভালো, তাই আমি নিজ ইচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আমার খুব ভালোই লাগতেছে।’
ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানগুলো করাতে অনেকেই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানে আগ্রহ দেখা যাচ্ছে। ইতিপূর্বে ১৪জন যোগদান করেছেন। আজ একজন চেয়ারম্যান যোগদান করেছেন। তবে, বিএনপি থেকে তারা যোগদান করলেও আমাদের নজরদারি থাকবে তাদের ওপর। তারা আসলে আওয়ামী লীগকে ভালোবেসে না ভয়ে দলে যোগদান করছেন। যদি ভালোবেসে যোগদান করে থাকে তাহলে আমরা স্বাগত জানাই তাদেরকে।’
উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলীর নেতৃত্বে আরও ১৪ জন বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেছেন