মোঃ সুজন খন্দকার ঃ রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপি’র রাজবাড়ীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ-সময় এক বক্তব্যে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন,রেলওয়ের জমি কোন ভুমিদস্যূকে দখল করার সুযোগ দেওয়া আর হবে না। সেই সাথে তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ভরসা করে রেলমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। কাজেই বাংলাদেশ রেলওয়ে’কে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা যায় সেই চেষ্টা থাকবে তার।
বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি দুপুরে দৌলতদিয়া ৬নং ফেরীঘাটে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।
এতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি এরাদত আলি,গোয়ালদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল,ইয়াসিন সেখ,যুগ্ন সাধারণ সম্পাদক দৌলতদিয়া স্বেচ্ছাসেবক লীগ, আব্বাস ফকির, সভাপতি,দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ জেলার সর্বস্তরের মানুষ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।