সুজন খন্দকার ঃ উৎসব মুখর পরিবেশে রাজবাড়ীর জেলার ২টি আসনের ৩৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পুর্ণ হয়েছে। রবিবার রাত ৯টার সময় জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান এই ফলাফল ঘোষণা করেন।
এতে রাজবাড়ী-১ আসনে মোট ১৫৬টি ভোট কেন্দ্রে নৌকা মার্কার প্রার্থী কাজি কেরামত আলি
৯৭ হাজার ০৩৪ ভোট পেয়ে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ইমদাদুল হক বিশ্বাস এর চেয়ে ৪৩ হাজার ৯০২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হন।
এছাড়া রাজবাড়ী-২ আসনে মোট ১৯৪টি ভোট কেন্দ্রে নৌকার মার্কার প্রার্থী জিল্লুল হাকিম ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার নুরে আলম সিদ্দিক হক এর চেয়ে ১ লাখ ৮৫ হাজার ৪১৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।
এর আগে (৭ই জানুয়ারী) রবিবার সকাল ৮ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলার ৩৫০টি ভোট কেন্দ্র চলে ভোট গ্রহণ। এতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ শেষে বিকাল ৪টা থেকে চলে রাত ৯টা পর্যন্ত ভোট গননা। প্রায় ৫ ঘন্টা ধরে চলে ভোট গণনা।