ময়মনসিংহ সদরে নৌকা ৪৩৭৪৬ ভোট বেশী পেয়ে ট্রাক কে পরাজিত করে বিজয়ী হয়েছেন
খায়রুল বাশার, ময়মনসিংহ ব্যুর চীপঃ
ময়মনসিংহ সদর-৪ আসনে মোহিত উর রহমান শান্ত নৌকার প্রার্থী -১৪৭২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । প্রতিদন্ধি প্রার্থী আমিনুল হক শামীম ট্রাক প্রতীক -১০৩৫৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । সদর আসনে মোট ভোট সংখ্যা ৬৫০২৮৪ = ( ছয় লাখ পঞ্চাশ হাজার দুইশত চৌরাশি ভোট) কেন্দ্রসংখ্যা = ১৭৭ – নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট পড়েছে =২৬২৮২০ ( দুই লাখ বাষষ্টি হাজার আটশত বিশ ভোট। ভোট বাতিল হয়েছে =৩৮৩৮ ভোট, মোট বৈধ ভোট ২৫৮৯৮২ ( দুই লাখ আটান্ন হাজার নয়শত বিরাশি ভোট । শতকরা প্রদত্ত ভোটের হার ৪০.৪১% – ময়মনসিংহ জেলা রিটানিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল। নৌকার সাথে ট্রাকের ব্যবধান ৪৩৭৪৬ = ( তেতাল্লিশ হাজার সাতশত ছয়চল্লিশ ) ভোট ।