শিবপুরে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
মাহবুব খান,নরসিংদী: নরসিংদীর শিবপুরে নতুন বছরের শুরুতে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।
সোমবার ( ১ লা জানুয়ারি ) সকালে উপজেলার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এই বই বিতরণের উৎসবের আয়োজন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো: আলমগীর,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক,জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ প্রমূখ।
নতুন বছরের প্রথম দিম নতুন বই হাতে পেয়ে অত্যান্ত খুশি শিক্ষার্থীরা।