বাগমারায় দিনব্যাপী সমবায়ী প্রশিক্ষণার্থীদের
ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ।
______________রাজশাহী ব্যুরো
অদ্য ২৮/১২/২০২৩ খৃ. তারিখ বৃহস্পতিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলায় ২৫ টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রবিউল করিম , জনাব মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার এবং জনাব মোঃ আব্দুল মান্নান হোসেন আকন্দ , উপজেলা সমবায় অফিসার বক্তব্য প্রদান করেন ।
বক্তাবৃন্দ সমবায় সমিতি আইন ও বিধির আলোকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও মৎস্যচাষের মাধ্যমে সমবায়ী প্রশিক্ষণার্থী যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্র প্রণয়নের বিষয়ে বিষদ প্রশিক্ষণ দান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ নাসির উদ্দীন, প্রশিক্ষক,জেলা সমবায় কার্যালয়, রাজশাহী। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ ফিরোজুর রহমান,সহকারী প্রশিক্ষক, জনাব মোঃ মনসুর আলম, অফিস সহকারী, বাগমারা,রাজশাহী।