নিজস্ব প্রতিবেদক ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের সতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক, মঙ্গলবার রাতে বালিয়াকান্দি বাজারের তালপট্টি এলাকায় ঈগল পাখি প্রতিকের অফিস উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন, ইব্রাহিম মিয়া, তোফাজ্জেল পাটোয়ারী, জাকির পাটোয়ারী ফারুক মিয়া, আক্তার বিশ্বাস। এ সময় এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।অফিস উদ্বোধন কালে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আগামী ৭ই জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতিক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে ঈগল পাখি প্রতিকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন। পরে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও ঈগল পাখি মার্কার লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।