1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটের জাতীয় পার্টি নেতা জেহেরুল হাসান ফরহাদ আর নেই বিক্রেতাকে টাকা দিতে হবেনা গরু প্রতি ৪০০ ও ছাগল প্রতি ২০০ টাকা ছাড় নির্ধারনে পবার দামকুড়া পশুহাট চালু রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত লালমোহনের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ- প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেত্রকোনায় আব্দুস সোবাহান হত্যাকান্ডের রায়ে ১ জনের ফাঁসি ও ১জনের যাবজ্জীবন  নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আ.লীগ নেতা গ্রেফতার একজন শিক্ষা অনুরাগীর মৃত্যুতে শ্রীপুরে সর্বত্র শোকের ছায়া রাজশাহীতে মসজিদের ভেতরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, একজন আটক ক্ষেতলালের সকালের সংযোগ সম্পাদক ও প্রকাশক রাশেদ গ্রেপ্তার

কালাই উপজেলা ইউএনওর বদলিজনিত বিদায় সংবর্ধনা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

কালাই উপজেলা ইউএনওর বদলিজনিত বিদায় সংবর্ধনা।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

গত (১১ ডিসেম্বর ) সোমবার সন্ধ্যায় জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথিকে আবেগঘনো পরিবেশে বিদায় সংর্বধনা দিয়েছে “প্রেসক্লাব” কালাই। “নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা সত্যতা ও সততা আমাদের শক্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে “প্রেসক্লাব” কালাই এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন ।

প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ইউএনও’কে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংর্বধনা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “প্রেসক্লাব” কালাই এর সভাপতি মো. আতাউর রহমান।

জয়পুরহাটের “প্রেসক্লাব” কালাই এর সাধারণ-সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, ‘প্রেসক্লার” কালাই এর উপদেষ্টামন্ডলী অধ্যক্ষ আমিনুল ইসলাম, ‘প্রেসক্লার” কালাই এর সহ-সভাপতি অধ্যক্ষ মো. শাহাজান আলী, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. রনি আকন্দ, ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক মো. মাফছাদুল হক তালুকদার জনি, কার্যনির্বাহীর সদস্য মো. রবিউল ইসলাম আকন্দ, মো. আব্দুর রাজ্জাক ও মো.সুজাউল ইসলাম সুজা প্রমুখ।

অন্যান্য এর মধ্যে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো.ছামছুল আলম।

বিদায় সংর্বধনায় ইউএনও জান্নাত আরা তিথি বলেন, আপনাদের সহযোগিতা আর ভালোবাসায় আজ আমি মুগ্ধ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা পেয়েছি। সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আশা রাখছি সামনে যিনি আসবেন তাকেও আপনারা আমার মতো সহযোগিতা করবেন। কালাই উপজেলার প্রতিটি মানুষ ভাল থাকুক এই প্রত্যাশা রইলো।

জানা গেছে, ২০২২ সালের ১৩ অক্টোবর কালাই উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন জান্নাত আরা তিথি। এর আগে তিনি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় জান্নাত আরা তিথি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন। এরপর পদোন্নতি পেয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। বর্তমান তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন। জান্নাত আরা তিথি ইউএনও হিসেবে কালাই উপজেলার দায়িত্ব পালন করেছেন মাত্র ৪শ ১৫ দিন। আর এ সময়ের মধ্যে নিজ কর্মগুণে জয় করেছেন কালাই উপজেলাবাসির মন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD