নেত্রকোণার পূর্বধলায় স্কুল ছাত্র হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
শহীদুল ইসলাম রুবেল ,নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলায় ছাত্রলীগ নেতার ঘুষিতে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামের স্কুল ছাত্র নিহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ দিকে হত্যাকান্ডে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদার জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক তাকে দলীয পদ থেকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি নামক স্থানে রাস্তায় ভেকু দিয়ে মাটি কাটানোকে কেন্দ্র করে বুধি পশ্চিমপাড়া গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদারের ঘুষিতে নিহত হয় উপজেলার বুধি পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় মজিবর রহমান টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রেজাউল ইসলাম টিটু ।
এ ব্যাপারে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে রুমন তালুকদারসহ ৯জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আশরাফুল (১৭) ও মুঞ্জুরুল (৫০) নামের দুই জনকে আটক করা হয়েছে।