শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে
কৃষকলীগ নেতার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপটার অভি খায়রুল ইসলাম।
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সদ্য দায়িত্ব গ্রহণ কারী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শাহ জামাল সিরাজীকে বাংলাদেশ কৃষক লীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন ও তার প্রতিনিধি দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজীকে ফুলের তোড়া উপহার দিয়ে বরন করে নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ চেয়ারম্যানের সাথে কুশল বিনিময় করেন।
জেলা কৃষকলীগ নেতার সাথে এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এম,এ, মালেক, খানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, কুসুম্বী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামিল উদ্দিন, আওয়ামীলীগ নেত্রী মোছাঃ গোলাপী খাতূন, আব্দুল লতিফ, মোহাম্মদ আলী মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।