বিশেষ প্রতিনিধি ঃ “মৈত্রী দিবস” -২০২৩ উপলক্ষে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
আজ ৬ ডিসেম্বর-২০২৩ সকাল ১০ ঘটিকায় সোহরাওয়ার্দী উদ্যানে মিত্র বাহিনীর শহীদদের স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনের সন্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ফজলে (আলী ) এলাহী, নির্বাহী চেয়ারম্যান সাংবাদিক বাসুদেব ধর, আওয়ামী লীগ নেতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অধ্যাপক সাদিয়া শারমিন চৌধুরী, দপ্তর সম্পাদক যোগাচার্য ড. শংকর তালুকদার , সাংবাদিক রফিকুল ইসলাম , অনি সামদানী চৌধুরী , সাদেক আহমেদ , নজরুল ইসলাম , সাংবাদিক শেখ রবিউল ইসলাম রবি সহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া জাতীয় গনতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল সংগঠনের পক্ষে বেদীতে ফুল দিয়ে শ্রদ্বা জানান ।মমতাজ চৌধুরী দিবসটির তাৎপর্য্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও শহীদের প্রতি শ্রদ্বা জানাতে সবাই এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন ।
উল্লেখ্য ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিসংগ্রামের ইতিহাসে এক মাইলফলক। এইদিন বাংলাদেশকে দুই বন্ধুপ্রতিম দেশ ভারত ও ভুটান স্বীকৃতি দেয়। যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে। এ স্বীকৃতির ফলে মুক্তিযুদ্ধের গতি আরও বেগবান হয়। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান।
এই স্মৃতিকে ধরে রাখতেই ৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ স্বীকৃতির সুবর্ণ জয়ন্তী “মৈত্রী দিবস” উদযাপন করছে দুই দেশ।