বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে বিশ্ব মৃত্তিকা দিবস -২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর আয়োজনে রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রাণী সাহা। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।