নরসিংদীর রায়পুরায় কচুরিপানার নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি পুকুরের কচুরিপানার নিচে আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।বিকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা গ্রামের ওই পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।মৃত ঐ ব্যক্তির নাম-পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি।তার পরনে ছিল সাদা চেকের শার্ট।পড়নের লুঙ্গীটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। ঠিক কি ভাবে তার মৃত্যু হয়েছে,তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে এই এলাকা থেকে দুর্গন্ধ ভেসে আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখেন ওই পুকুরের কচুরিপানার সাথে ভেসে আছে একজনের মরদেহ।এ খবর পেয়ে বিকেল ৫ টায় রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।পরে সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব জানান, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিকে এলাকার কেউ চিনতে পারছেন না।তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে।মরদেহের ময়নাতদন্তের পর প্রতিবেদন হাতে পেলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।