
রাজবাড়ী ১ ও ২ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।
বাবলু শেখ রাজবাড়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের, কাছে মনোনয়নপত্র দাখিল করেন রাজবাড়ী ১,ও ২,আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ। জাতীয় পার্টি, ও তৃণমূল বিএনপি, ও মুক্তিজোট , ও স্বতন্ত্র প্রার্থী মোট ১৬,জন প্রার্থী ৩০,শে নভেম্বর ২০২৩ রাজবাড়ী জেলা রিটারিং কর্মকর্তা নিকট দাখিল করেন।
১. বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। ২. বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলি মর্জি, ছেলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশিশ আকবর সুবির , ৩/ তৃণমূল বি,এনপি’র, সুলতান । ৪/স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমদাদুল হক বিশ্বাস। ৫/স্বতন্ত্র প্রার্থী মূলঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মুসল্লি। ৬/মোঃ আবু বক্কর সিদ্দিক, জাকের পার্টি । ৭/ খন্দকার হাবিবুর রহমান জাতীয় পার্টি । ৮/ডি, এম, মজিবর রহমান, তৃণমূল বি,এনপি, ৯/স্বতন্ত্র প্রার্থী, স্বপন কুমার সরকার । রাজবাড়ী ২,আসনে মোট সাত জন প্রার্থী ১/বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ। ২/ স্বতন্ত্র প্রার্থী , নুরে আলম সিদ্দিকী হক। ৩/মোহাম্মদ আলী বিশ্বাস, জাকের পার্টি । ৪/মোঃ শফিউল আজম খান, জাতীয় পার্টি। ৫/মোঃ আব্দুল মতিন মিয়া, স্বতন্ত্র প্রার্থী। ৬/এস, এম, ফজলুল হক, তৃণমূল বি,এনপি । ৭/মোঃ আব্দুল মালেক মন্ডল, মুক্তি জোট । স্বতন্ত্র প্রার্থী ব্রেস্টার, আশিশ আকবর সুবির ,জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় কে ধন্যবাদ জানান ও সুস্থ নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন হবে এই আশা ব্যক্ত করেন। রাজবাড়ী ১ আসনবাসীকে বলেন এই তরুণ সমাজকে মানুষের খেদমত করার সুযোগ করে দেয়ার জন্য যথার্থ আহ্বান জানান। রাজবাড়ী এক আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দেন। স্বতন্ত্র প্রার্থী মান্নান মুসল্লী সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেন ।