স্টাফ রিপোর্টার
বাজেট প্রণয়নে আমলাদের আধিপত্যে কড়া সমালোচনায় মেনন
বাজেট প্রণয়নে আমলাদের একক আধিপত্য নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।
বুধবার (৩১মে) জাতীয় প্রেসক্লাবে বাজেটবিয়ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী। এ সময় আসছে বাজেটে ধনীদের ছাড় দিয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।
রাশেদ খান মেনন বলেন, আমলাদের দাপটে বাজেট প্রস্তুতে জনপ্রতিনিধিদের মতামতের কোনো গুরুত্ব দেয়া হয় না। সংসদে বাজেট পাসের দিন শুধু ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দেয়ার সুযোগ পান সংসদ সদস্যরা। এতে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া বাজেটে তেমন প্রতিফলিত হয় না।
অধ্যাপক আবুল বারকাত বলেন, গত ৫০ বছরে দেশে কালোটাকা হয়েছে ১২২ লাখ কোটি টাকা। এর যদি দুই শতাংশ অর্থও উদ্ধার করা যায়, তার পরিমাণ হবে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বাণিজ্যের আড়ালে পাচার হচ্ছে দেশের টাকা। কালো টাকা উদ্ধার ও অর্থ পাচার রোধ করা গেলে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপাতে হবে না। এ সময় ধনীদের সম্পদ ও ব্যবসার মুনাফার ওপর কর বসানোর দাবি জানান তিনি।
অধ্যাপক বারকাত বলেন, ব্যবসায়ীরা সবসময়ই বলেন ব্যবসার অবস্থা খারাপ। ব্যবসা-বাণিজ্য খারাপ হলে দেশের জিডিপি বাড়ছে কীভাবে?
তিনি বলেন, সমাজের নিচুতলার মানুষকে কর-দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। করপোরেট করহার আরও বাড়াতে হবে। সম্পদশালীরা ঠিকমতো কর দেয় না। দিলে সমাজের বৈষম্য কমবে। কালোটাকা ও অর্থ পাচার রোধে আরও কঠোর হতে হবে।