রাজবাড়ীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশীয় অস্ত্র ও ইজিবাইক সহ ২,জন গ্রেফতার।
বাবলু শেখ রাজবাড়ী।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি, এম, আবুল কালাম আজাদ, এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস,মুকিম সরকার এর নেতৃত্বে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এর অভিযানে বালিয়াকান্দি থানা ২৩,১১,২০২৩ইং রোজ বৃহস্পতিবারে অভিযান পরিচালনা করেন। ক্লোলেস দস্যুতা মামলার আসামি সহ দস্যুতা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুঠিত একটি ইজি বাইক, ধারালো, দা, চাপাতি, ও হাত করাত, মোবাইল ফোন সহ ২,জনকে গ্রেফতার করেন। ১ নং আসামি সাগর মোল্লা,২২, পিতা মিন্টু মোল্লা /২,নংশহিদুল ইসলাম সোহেল, ৩৮/পিতা মনিরুদ্দীন বিশ্বাস মনির, উভয় গ্রাম পশ্চিম ভবানীপুর রাজবাড়ী সদর, রাজবাড়ী বালিয়াকান্দি থানার, এফ, আই, আর নং ৮, ইসু তারিখ ১৪/১১ /২০২৩ ইং জি, আর, নং ২১৪, ধারা ৩৪১/ ৩৯৪ পেনাল কোড ১৮৬০, এর তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা ডি, বি, ও বালিয়াকান্দি থানা পুলিশ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় তারা বিভিন্ন স্পট টার্গেট করে, রেল স্টেশন, বাস টানমেনাল, হইতে ইজি বাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে তাদের সহ সংগীদের নিকট যাত্রীদের বিস্তারিত লোকশান সহ তথ্য মোবাইল ফোনের মাধ্যমে সহপাঠীদের জানিয়ে দেন এদের দেয়া মোতাবে তথ্য অনু যায় সংগীরা যাত্রীদের নিকট হইতে সমস্ত মূল্যমান ব্যবহৃত ও নগদ টাকা সহ লুটে নিয়ে সর্বশান্ত করে দেন।