নয়া কণ্ঠ ডেস্ক ঃ ফ্রেন্ডস অব বাংলাদেশ ( জেদ্দা মহানগর আওয়ামী লীগ , জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত কমিটি ) সাবেক সাধারন সম্পাদক , তিন বারের সাবেক সফল সভাপতি , জেদ্দা আওয়ামী পরিবারের অন্যতম সিনিয়র সদস্য , বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির নির্বাচিত তিন বারের সদস্য , বিশিষ্ট সংগঠক , সমাজসেবক , কর্মী বান্ধব নেতা , সাবেক ছাত্রনেতা ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬০ নেত্রকোণা ৪ আসনে মনোনয়ন দানে সদয় বিবেচনার জন্য মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বরাবর জেদ্দা আওয়ামী পরিবার তথা পাঁচ লক্ষ জেদ্দা প্রবাসীদের পক্ষ থেকে প্রানের দাবী ও আর্জি ।