বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার।গোপন সংবাদের ভিত্তিতে মাদক দব্য অধিদপ্তরের ইন্সপেক্টর শেরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন, ওয়াহেদ মেম্বারের নিজ বাড়িতে ঘরের মধ্যে ২ কেজি গাঁজা, ৯,বোতল ফেনসিডিল, নগদ ৩৫, হাজার টাকা সহ, মোছাম্মৎ লাইলী বেগম (৪৮) কে ও তার ছেলে মোঃ সুজন (২৮)কে গ্রেফতার করেন,ও ভাইয়ের বাড়ি বসন্তপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাকির সরদার এই প্রতিবেদককে মুঠোফোনে জানান এরকম ঘটনা মাঝেমধ্যে শুনতে পাই লোক মারফতে, এর চাইতে বেশি কিছু আমি জানিনা।
অধিদপ্তরের ইন্সপেক্টর বলেন গ্রেফতার করে নিয়ে আশায় এলাকাবাসী স্বস্তির প্রকাশ করেন ও আমাদের নিকট আরো অভিযোগ রয়েছে তদন্তের স্বার্থে এখন প্রকাশ করতে অপারগতা জানায়। বসন্তপুর ইউনিয়ন পরিষদের,৫ নং ওয়ার্ড সাবেক সদস্য ওয়াহেদ মুঠোফোনে জানান আমার ছেলে মোঃ সুজন একটু নেশা করেন বলে জানান, এই প্রতিবেদককে মুঠোফোনে আরো জানান আমার স্ত্রী, একেবারেই নির্দোষ বলে দাবি করেন এই সাবেক ইউপি সদস্য ১৮, ১১, ২০২৩,রোজ শনিবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে আসামিদেরকে প্রেরণ করা হয়।