দৌলতদিয়া লোকনাথ জুয়েলার্স থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার।
মোঃ মজিবুর জুয়েল , গোয়ালন্দ( রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার লোকনাথ জুয়েলার্স এর দোতালয় থেকে এক প্রতিবন্ধী যুবকের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যু ব্যক্তি হলো রাজবাড়ীর শ্রীপুর টিএন্ডটি এলাকার মৃত্যু নারায়ণ পালের ছেলে রিপন পাল(৩২)।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ৮ টার সময় দৌলতদিয়া বাজার লোকনাথ জুয়েলার্স এর দোতালায় থেকে মরা দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃত রিপনের বড় চাচা গোকুল পাল ও ছোট চাচা ভরত পাল জানান, আমার বড় ভাই ও ভাবী মারা গেছে অনেক বছর আগেই। আমার এই ভাতিজা বাক প্রতিবন্দী হওয়ায় তাকে আমরা দুই তিন বছব যাবৎ আমাদের কাছেই রাখি। সে আমাদের দোকানে থাকে প্রতিদিনের মত সে আজও দোকানের দোতালয়ে ঘুমাইয়া ছিলো। নিচ তালায়ে থাকা আরেক কর্মচারী চিত্তো ফোনে জানায় রিপন মরা গেছে।
আরেক কর্মচারী চিত্তো জানান, রিপন রাত ১০ টার সময় নিচ তালা থেকে খাওয়া দাওয়া শেষ করে দোতালয়ে তার নিজের শোয়ার কক্ষে চলে যায়। তাকে আমি বলি লাইট বন্ধ করে ঘুমাও।সকাল ৮ টার সময় ঘুম থেকে উঠে রিপনে ডাকলে কোন সারা শব্দ পাওয়া যায়নি। আমি বাজারে চলে যাই বাজার করে এসে আবার তাকে ডাকতে থাকি তার কোন সারা শব্দ না পেয়ে পাশের আরেক দোকানদারকে সাথে নিয়ে দোতালায় উঠে দেখি রিপন তার মাফলাট পেঁচিয়ে ঘড়ের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুদার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে যে এটা আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।