অবরোধের নামে শ্রমিক হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মালিক -শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
বিএনপি- জামাতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যার প্রতিবাদে মালিক -শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সড়ক পরিবহন মালিক -শ্রমিক ঐক্য পরিষদ নেত্রকোণার উদ্যোগে ঢাকা বাস স্ট্যান্ডের সড়ক পরিবহন মালিক শ্রমিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সামছুর রহমান ভিপি লিটন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক রতন, সিনিয়র সহ সভাপতি আবুল ফজল চৌধুরী মজনু, সম্পাদক আরিফ খান, সম্মানিত সদস্য সারোয়ার জাহান রঞ্জন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বিএনপি- জামাতের অবরোধের নামে সন্ত্রাস,নৈরাজ্য যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং পরিবহন ব্যাবস্থা সচল রাখার আহবান জানান।