শীতকালেও থেমে নেই উল্লাপাড়া তেঁতুলিয়ার ফুলজোড় নদীর ভাঙ্গন
মোঃ সালাহ্ উদ্দিন মাসুদ;বেলকুচি উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের অন্যতম বহুল পরিচিত একটা নদীর নাম ফুলজোর নদী।সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলায় প্রবাহমান এ নদীর গুরুত্ব অপরিসীম। নদীটি যেমন অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ তেমনি যোগাযোগ দিক দিয়েও।পানি বন্টন সূবিধাজনক হওয়ায় নদীটিকে কেন্দ্র করে চষাবাদ হয় শতশত বিঘা জমি,অধিকাংশ জমি রয়েছে নদীর কোল ঘেষে।
কিন্তু সম্প্রতি নদীতে পানি হ্রাস পাবার সাথে সাথে বেড়েছে নদী ভাঙনের পরিমান।নদী ভাঙনের ফলে বিলিন হয়েগেছে শতশত বিঘা জমি। সস্প্রতি নদী ভাঙন বৃদ্ধি পাওয়ার ফলে আবাদি জমির পাশাপাশি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে নদীর পাশে অবস্থিত ঘর বাড়ি সমূহ।এলাকা বাসী নদী ভাঙনের অন্যতম কারন হিসেবে দায়ী করেছে অপরিকল্পিত বালু উত্তোলন।এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি দ্বরা পরিচালিত হয় বালু উত্তোলনের কাজ।
তেঁতুলিয়ার এরশাদ বলেন,’আমার ১২শতক জমি ভাঙতে ভাঙতে আর মাত্র ২শতক আছে,বাকি সব বিলীন হয়ে গেছে!’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,’ছোট এই নদীতে ২টা বালু উত্তোলনের ড্রেজার,এই নদী ভাঙ্গনের প্রধান কারন হলো এই সব ড্রেজার।’
বর্তমানে এই ফুলজোড় নদীর ভয়াবহ থাবা থেকে বাঁচতে চায় এলাকাবাসী।
খুব দ্রুত যদি সরকার নদী ভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে শতশত বিঘা জমি সেই সাথে বিলীন হয়ে যাবে কয়েক শত ঘরবাড়ি।